এম.জিয়াবুল হক,চকরিয়া :

আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিতে তৃনমুলে কৃষকলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। বুধবার ৩ ফেব্রুয়ারী বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল।

চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভার উন্নয়নের রূপকার পৌরবাসির আস্তা ও বিশ্বাসের ঠিকানা মেয়র আলমগীর চৌধুরী।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় চকরিয়া পৌরসভার অধীন ৯টি ওয়ার্ডের সকল ইউনিট কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন লিটন, যুবলীগ নেতা মাহমুদুল হক তফসির, পৌরসভা আওয়ামীলীগের সদস্য ফজল করিম চৌধুরী, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উদ্দিন, পৌরসভার ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোহাম্মদ কালু, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, ২ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো.ছুট্টু, ৩নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবদুল জব্বার, ৯ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো.ছুট্ট মিয়া প্রমুখ।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ তথা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা মনোনীত নৌকার মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে। সেইজন্য এখন থেকে কৃষকলীগের প্রতিটি ইউনিটে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে হবে। আশাকরি কৃষকলীগের নেতাকর্মীরা অতীতের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে কাজ করবে।

মতবিনিময় সভায় মেয়র আলমগীর চৌধুরী বলেন, চকরিয়া পৌরসভায় আগামীতেও উন্নয়নের ধারাবাকিতা অব্যাহত রাখতে হলে আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ তথা নৌকার মেয়র প্রার্থীকে বিজয়ী করতে হবে। সেইজন্য সবাইকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সভায় চকরিয়া পৌরসভা এবং সকল ইউনিট কমিটির সভাপতি সম্পাদক ঘোষনা দেন, আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থীর পক্ষে তাঁরা কাজ করে যাবেন।