এম আবু হেনা সাগর,ঈদগাঁও:

কক্সবাজার সদরে ঈদগাঁও স্টেশন এবার সিসি ক্যামরার আওতায় এসেছে। এ নিয়ে খুশি  সাধারন মানুষসহ পথচারীরা।

২ ফ্রেরুয়ারী থেকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামরা স্থাপন করেন আলাদীনের চেরাগ নামের একটি ব্যবসায়ীক প্রতিষ্টান। সিসি ক্যামেরা বসানোর ফলে চুরিসহ ঘটে যাওয়া অপরাধ অপকর্ম সহজে শনাক্ত করতে পারবে।

স্টেশনের কুরিয়ার সার্ভিস পয়েন্ট থেকে ব্রীজ পর্যন্ত, বাজারে প্রবেশ পথে ৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান আলাদীনের চেরাগের দায়িত্বশীল ফরিদুল আলম।

এই প্রতিষ্টানের ম্যানেজিং পার্টনার আবদুল মালেক জানিয়েছেন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের পরামর্শে  স্টেশনের বিভিন্ন পয়েন্টে লাগানো হল সিসি ক্যামেরা। যার ফলে স্টেশনে  চুরিসহ নানা অপরাধ করে পার পেয়ে যাবেনা  সহজে।

উল্লেখ্য, ২০১৫ সালে ঈদগাঁও বাজারের বিভিন্ন স্থানে ১৮টি সিসি ক্যামরা বসানো হলেও কিছুদিন পার হতে না হতেই সবকটি ক্যামরা কার্যত অচল হয়ে পড়ে। অকেজো হয়ে পড়া ক্যামরাগুলো সংস্কার করার দাবী জানান সচেতন লোকজন।