ইমাম খাইর, সিবিএনঃ
এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর বহুমাত্রিক প্রতিভার মডেল। তিনি শুধু সাংবাদিক নন; ব্যক্তি হিসেবে সুশৃঙ্খল, বিনয়ী ও সার্বজনীন ছিলেন। সাদামাটা মানুষ হয়েও অনুকরণীয় দৃষ্টান্ত রেখেছেন শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেছেন, মরহুম শাহনওয়াজ নীতি নৈতিকতায় ছিলেন আপোষহীন। পিতা এবং শিক্ষক হিসেবেও সফল। তার তিরোধানে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।

কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে বক্তারা আরো বলেছেন, কক্সবাজারের সাংবাদিকতার গোড়াপত্তনকারীদের মধ্যে নক্ষত্রের মতো ছিলেন এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর। সকল বিতর্কের উর্ধ্বে ওঠে কাজ করতেন। এভাবেই চিরবিদায় নিয়েছেন।
তার শিক্ষা আজীবন স্মরণে রাখার মতো।

স্মৃতি চারণ করেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীরের বড় ছেলে বাংলাদেশ নৌবাহিনীর কমোডর মাসুদ ইকবাল।

কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের সঞ্চালনায় শোক সভায় এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীরের জীবনালেখ্য তুলে ধরে বক্তব্য দেন- কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম, মোহাম্মদ মাহবুবর রহমান, সহসভাপতি মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার আদালতের সিনিয়র আইনজীবী ও কলামিস্ট মোহাম্মদ জাহাঙ্গীর, কক্সবাজার প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মুহম্মদ নুরুল ইসলাম,  কোষাধ্যক্ষ এডভোকেট আয়াছুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন আহমদ, এডভোকেট ফরিদুল আলম (পিপি), কামাল হোসেন আজাদ, এডভোকেট মুহাম্মদ আবু ছিদ্দিক ওসমানী, হাসানুর রশীদ, ফরহাদ ইকবাল।

এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর গত রবিবার (৩১ জানুয়ারী) দুপুর পৌনে ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২ ছেলে ও ১ মেয়ের গর্বিত পিতা শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতাল সংলগ্ন নুর কমপ্লেক্সের এডভোকেট নজির আহমদের ছেলে।

১৯৭৫ সালে কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালের ১২ সদস্যদের মধ্যে প্রথম অবস্থানে শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর।

সাংবাদিকতাকালে বিভিন্ন ইংরেজি দৈনিক ও সংবাদ সংস্থায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

কর্মজীবনে তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন।

১৯৬৮ সালের ১৮ নভেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য হিসাবে যোগদান করেন শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীর। প্রায় ৩৪ বছরের আইন পেশায় আদালঙ্গণে গ্রহণযোগ্যতার শীর্ষে ছিলেন। পেশাগত জীবনে তার কোন বদনামি ছিলনা।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রায় সাড়ে ৮০০ সদস্যের মধ্যে এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীরের সদস্যের ক্রমিক নম্বর পাঁচ।

তার জীবনালেখ্য নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হবে বলে ঘোষণা দেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী।

এডভোকেট শাহনওয়াজ আহমদ জাহাঙ্গীরের নামে সড়ক ও স্মারকগ্রন্থ প্রকাশের ক্ষেত্রে সবধরণের সহায়তার আশ্বাস দেন মেয়র মুজিবুর রহমান।