মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ককসবাজার জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য,  এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর এর  নামাজে জানাজা কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ ফেব্রুয়ারী কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সোলাইমান কাসেমী’র ইমামতিতে অনুষ্ঠিত নামাজে জানাজার পূর্বে কক্সবাজার-৩ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম ও মরহুমের সন্তান, বাংলাদেশ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা মাসুদ ইকবাল বক্তব্য রাখেন।

জানাজায় বিভিন্ন শ্রেণী, পেশার মানুষের বিশাল ঢল নামে। জানাজা শেষে সাদা মনের মানুষ, গর্বিত পিতা এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর’কে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়স্থ বড় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নীতির প্রশ্নে সদা আপোষহীন এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর ৮৪ বছরে বয়সে গত রোববার ৩১ জানুয়ারী সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।

একজন ক্লিন ইমেজের মানুষ হিসাবে সুপরিচিত মরহুম এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর হাসপাতাল সড়কের, ফুয়াদ আল খতিব হাসপাতাল সংলগ্ন পূর্ব পাশে নুর কমপ্লেক্সের এডভোকেট নজির আহমদের পুত্র। বহুমুখী প্রতিভাসম্পন্ন মরহুম এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম একজন প্রতিষ্ঠাতা সদস্য, বিভিন্ন ইংরেজি দৈনিক ও সংবাদ সংস্থার কক্সবাজার প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। অত্যন্ত মেধাবী এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর তাঁর কর্মজীবনে শুরুতে ১৯৬৩ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৮ সালের ১৮ নভেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন সদস্য হিসাবে যোগদান করেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রায় ৮ শত সদস্যের মধ্যে এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীরের অবস্থান সদস্য তালিকার পাঁচ নম্বর ক্রমিকে।

এডভোকেট শাহনেওয়াজ আহমদ জাহাঙ্গীর একজন সফল পিতা। তাঁর ২পুত্র সন্তানের মধ্যে একজন হচ্ছেন-বাংলাদেশ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা মাসুদ ইকবাল। অপরজন হলেন-মামুন ইকবাল আমেরিকা দূতাবাসের কর্মকর্তা। একমাত্র কন্যা মাসুমা বেগমের স্বামী ডা. জাহেদ মঞ্জুর হচ্ছেন, একজন স্বনামধন্য চিকিৎসক।