মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পর  ‍হুমায়রা (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রী নিখোঁজ রয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার গড়দুয়ারা মুল্লুক চৌধুরী বাড়িতে অগ্নিকান্ড সুত্রপাত হলে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টার পর হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে ১টি ইউনিট ঘটনাস্থল পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানায়,স্থানীয় আবু তৈয়বের মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণীর ওই ছাত্রী রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে গ্যাস এর চুলায় পানি গরম করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তার পরিবারের সদস্যারা কোনো মতে ঘর থেকে বের হলেও বাইরে এসে তাকে খুঁজতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত(সাড়ে ৮টা) তাকে খোঁজে পাওয়া যায়নি।
এতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় মাস্টার সাহাব উদ্দিন, মোঃ শওগত, মোঃ ইকবাল টিটুসহ মোঃ হারুনের বসতঘর। এতে ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্তরা।