প্রেস বিজ্ঞপ্তি : প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ পহরচাঁদা উচ্চ বিদ্যালয় এর সার্বিক তত্ত্বাবধানে ও ইংলিশ কাউন্সিল, চকবাজার, চট্টগ্রাম এর সহযোগিতায় ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স এর সমাপনী ক্লাস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পহরচাঁদা ম্যারেজ গার্ডেনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এ এইচ সালাউদ্দিন মাহমুদ। বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক শহিদুল আলম টিপুর পরিচালনায় উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সম্মানিত সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব আলহাজ্ব কমর উদ্দীন আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইংলিশ কাউন্সিল ও কম্পিউটার ট্রেনিং একাডেমি- চকবাজার, চট্টগ্রাম এর পরিচালক মোঃ শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালাল আহমদ সিকদার- চেয়ারম্যান বরইতলী ইউনিয়ন পরিষদ,জিয়া উদ্দিন চৌধুরী জিয়া- সাবেক চেয়ারম্যান, সালেকুজ্জামান- সমাজ সেবক।
প্রধান অতিথির বক্তব্যে বলেন নিজের জন্য নই, দেশ ও সমাজের স্বার্থে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, আজকের ছাত্ররাই আদর্শিক, মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানের উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন বর্তমান যুগে ইংরেজি শিক্ষার কোন বিকল্প নেই। ইংরেজি শিক্ষায় পারদর্শী হতে না পারলে আগামীতে এগিয়ে যাওয়া দূরহ হবে। ধন্যবাদ জানান প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও ইংলিশ কাউন্সিলকে। এছাড়া আরও বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ নুর মোহাম্মদ হানিফ, অধ্যাপক আখতার আহমদ, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ আশরাফুল হক রাজু, শহীদ মুনির, হেলাল উদ্দিন, আইয়ুব খান মিন্টু, রায়হান উদ্দিন, আবু সাজ্জাদ মোহাম্মদ নিশাত। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন মাস্টার ইস্কান্দার মির্জা, দুই মাসব্যাপী ফ্রী স্পোকেন ইংলিশ কোসের কোর্স ইনস্ট্রাক্টর ছিলেন ইংলিশ কাউন্সিল এর পরিচালক এ এইচ এম সরোয়ার উদ্দিন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তসলিম উদ্দিন, রবইতলী ইউনিয়ন পরিষদের সদস্য খালেদা বেগম, মাহফুজা বেগম, আখতার হোসেন টুক্কু, মোজাফফর আহমদ, সাবের আহমদ চিশতী, ফরিদুল আলম, ডা. এরশাদ, কফিলউদ্দিন, আব্দুল হামিদ, বখতিয়ার উদ্দীন খোকা, মহিসিন, বখতিয়ার, সোয়াইব, মঞ্জুর, ইমন প্রমুখ।