সিবিএনঃ
দুই দফায় প্রশিক্ষণ শেষে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)এর সনদ পেয়েছেন কক্সবাজারের ১০৫ জন সাংবাদিক, যারা বিভিন্ন উপজেলায় টেলিভিশন ও পত্রিকায় কর্মরত রয়েছেন।

প্রশিক্ষণে সংবাদের সংজ্ঞা, উপাদান, সংবাদ মূল্য ও সংবাদ চেতনা, সংবাদ সুচনা ও শিরোনাম, সংবাদের বৈশিষ্ট্য, সংবাদ লেখার কৌশল, সংবাদ কাঠামো, সংবাদের ভাষা ও সাংবাদিকতার সেকাল একাল,
অনুসন্ধানী সাংবাদিকতা, সাক্ষাৎকার গ্রহণের কৌশল, ফিচার ধারণা, রিপোর্টিংয়ে সাংবাদিকদের করণীয়-বর্জনীয় নীতিমালা ইত্যাদি বিষয়ে হাতেকলমে শেখানো হয়েছে।

কক্সবাজার প্রেস ক্লাব ও জেলা পরিষদের সম্মেলন কক্ষ পৃথক দুইটি ভেন্যুতে একযোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সেখানে প্রথম দফায় তিনদিন (২৪, ২৫ ও ২৬ জানুয়ারি) অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে ৩৫ জন এবং দ্বিতীয় দফায় (২৭,২৮ ও ২৯ জানুয়ারি) ৭০ জনকে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) কক্সবাজার প্রেসক্লাবে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

অনুষ্ঠানে তিনি বলেছেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘিরে কক্সবাজারে কতো লুটপাট হলো, কে লিখেছেন? তেলা মাথায় তেল দেয়ার মানসিকতা ছাড়তে হবে। সত্য না লিখলে সমাজে অপরাধ বেড়ে যাবে। ভীতু মানুষ দয়া করে সাংবাদিকতায় আসবেন না।

তিনি বলেন, ৫০০ টাকার জন্য মিথ্যা সংবাদ ছেপে পেশাকে কলঙ্কিত করবেন না। মেধা দিয়ে কাজ করুন।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকতায় জীবন ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যায়। মেধাবী সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। অদক্ষ লোকজন সাংবাদিকতায় আসলে পেশাগত ক্ষতি হতে পারে। দক্ষ ও মেধাবী লোজনকেই সাংবাদিকতা পেশায় আসা দরকার।

কক্সবাজার প্রেস ক্লাবের মোহাম্মদ সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, সত্য সংবাদের কারণে জেল খাটতে হতে পারে। ভীতু মানুষের জন্য সাংবাদিকতা আসে নি।

তিনি বলেন, আপনাদের লিখনিতে মানুষকে উদ্ভুদ্ধ করতে হবে। প্রতিটি লিখনি হতে হবে গঠনমূলক সমালোচনা ও উন্নয়নের। মিথ্যা সংবাদের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

পিআইবির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা সাংবাদিক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক শাহাব উদ্দিন নিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. আসাদুজ্জামান, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার ও বৈশাখী টিভির পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলি মানিক, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র প্রশিক্ষক শাহ আলম সৈকত, সহকারি প্রশিক্ষক বারেক হোসেন।

বুধবার (২৭ জানুয়ারি) উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

প্রশিক্ষণকালে কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আয়াছুর রহমান, সাংবাদিক মোহাম্মদ জুনাইদ, পিআইবির সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আবু তাহের চৌধুরী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কর্মক্ষেত্রে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

সেই সঙ্গে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়ায় পিআইবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।