শাহেদ মিজান, সিবিএন:
শ্বাসকষ্টে মারা গেছেন কক্সবাজারের সুপরিচিত যৌন ও চর্ম রোগ চিকিৎসক মঞ্জুরুল হক জুয়েল।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন। ডা. মঞ্জুরুল হক জুয়েল কক্সবাজারে ডক্টরস চেম্বার ও হোপ হসপিটালে রোগী দেখতেন।

ডক্টরস চেম্বার সূত্রে জানা গেছে, লিভারের প্রদাহজনিত কারণে এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়েন ডা. মঞ্জুরুল হক জুয়েল। ডা. অনুপম বড়ুয়ার নির্দেশনা মোতাবেক ছয় দিন আগে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার থেকে তার অক্সিজেন সিচ্যুরেশন অধিক হারে কমে যায়। এতে তার শ্বাসকষ্টে বেড়ে যায়। বৃহস্পিবার সিচ্যুরেশন ২০% এ নেমে আসে। এরপর তাকে সিসিওতে স্থানান্তর করা হয়। সেখানেই মারা যান তিনি।

ডা. মঞ্জুরুল হক জুয়েলের বাড়ি বরিশাল জেলায়। তিনি ২০০৫ সাল থেকে কক্সবাজারের ডক্টরস চেম্বারে রোগী দেখে আসছেন। ইতোমধ্যে তিনি কক্সবাজারে বেশ পরিচিতি লাভ করেছেন।