জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (অর,এম,ও) ডা. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের (রোগ নিয়ন্ত্রণ শাখা) এমডিবি প্রোগ্রামের সুভারভাইজার মো,আমজাদ হোসেন, মাঠ কর্মকর্তা মো. শাহ আলম,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুকান্ত সেন, সদর ইউপি চেয়ারম্যান মো,নুরুল আবছার ইমন, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মা, নাইক্ষ্যংছড়ি থানা তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সহসভাপতি সাংবাদিক মো,আব্দুল হামিদ,উপজেলা স্বাস্থ্য পরির্দশক পল্লব বড়ুয়া।
সভায় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন। জলাতঙ্ক রোগ নির্মূলের আওতায় ৩১ জানুয়ারি থেকে ফেব্রোয়ারি ৫ তারিখ পর্যন্ত এ উপজেলার ৫টি ইউনিয়নে সকল কুকুরকে টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হবে এতে বিশেষজ্ঞ টিম ৬ দিনে টিকাদান কার্যক্রম সম্পন্ন করবে বলে অবহিকত করণ সভায় জানানো হয়।
প্রাণি সম্পদ কর্মকর্তা ড.সুকান্ত সেন জানান, জলাতন্ক একটি ভয়ংকর মরণব্যাধি।এ রোগের মৃত্যুর হার শতভাগ।পৃথিবীতে কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতি বছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতন্ক রোগে মারা যায়।জলাতন্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়।