জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ফলাফল ঘোষণা শুরু করেছে নির্বাচন কমিশন। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরী এগিয়ে রয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরের জিমনেসিয়াম হলে ফলাফল ঘোষণা শুরু হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

এখন পর্যন্ত ৫৫ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। চসিক নির্বাচনের ফল ঘোষণা চলছে।

মেয়র পদে ৭ প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ২ হাজার ৫৫৭ ভোট, মোমবাতি প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন পেয়েছেন ৭১ ভোট, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর পেয়েছেন ২৮০ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ২৪৪ ভোট , চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ৩৩ভোটও হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী পেয়েছেন ৫২ ভোট।