সিবিএন:
তরুণ সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর নির্বাচনের ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে। আজ শনিবার ২৩ জানুয়ারী সকাল১০টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে লড়ছে ২৬ জন প্রার্থী। এতে ভোটাধিকার প্রয়োগ করছেন ৫১ জন।

নির্বাচনে সভাপতি পদে এইচ,এম নজরুল ইসলাম, এহসান আল কুতুবী, সহ-সভাপতি পদে বলরাম দাশ অনুপম, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ওসমান গণি, সাইফুল ইসলাম, সাইফুল আলম বাদশা, যুগ্ন সাধারণ সম্পাদক পদে তারেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মরিয়ম আক্তার নুপুর, অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আশরাফুল হাসান রিসাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাকিবুর রহমান, মো. বোরহান উদ্দিন রব্বানি,  পাঠাগার ও আপ্যায়ন সম্পাদক পদে ফয়সাল রিয়াদ, নারী বিষয়ক সম্পাদক পদে জেসমিন আক্তার জেসিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সানজিদুল আলম সজিব, অন্তর দে বিশাল, দপ্তর সম্পাদক পদে অজিত কুমার দাশ হিমু ও নির্বাহী সদস্য পদে ইব্রাহিম আজাদ বাবু, মোঃ নুরুল হোসাইন, মিজবাহ উদ্দিন, শরীফ আদনান ও মো. শাহ ফরহাদ সোহাগ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ইমরুল কায়েস চৌধুরী ও নির্বাচন কমিশন সদস্য এম.এ আজিজ রাসেল।