এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরের উপজেলা পর্যায়ে বেসিক গ্রান্ড কো-অর্ডিনেশন কমিটি (বিজিসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুম “মোহনা” মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এলজিএসপি-৩ কক্সবাজারের ডিএফ বরণ বড়ুয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কমল কান্তি পাল। উপজেলা প্রশাসনের উক্ত সভায় উপস্থিত ছিলেন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ ১৮ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।

উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থ বছরের উপজেলা পর্যায়ে বেসিক গ্রান্ড কো-অর্ডিনেশন কমিটি সভায় ১৮টি ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের বরাদ্দের বিপরীতে অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ডের প্রাপ্ত প্রকল্পসমূহ সভায় অনুমোদন দেয়া হয়। পরে সরকারি সবধরণের পরিসেবা গ্রামের প্রতিটি জনপদে নিশ্চিতকল্পে এলজিএসপি-৩ প্রকল্প থেকে বরাদ্দপ্রাপ্ত ডেক্সটপ কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিএসপি-৩ কক্সবাজারের ডিএফ বরণ বড়ুয়া ১৮ ইউপি সচিবদের মাঝে এ সরঞ্জামাদি বিতরণ করেন। এছাড়াও একই দিন ওই সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।