মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফের হোয়াইক্ষ্যং এ র‍্যাব-১৫ এক অভিযান চালিয়ে ৯ হাজার ৯৮০ পিচ ইয়াবা টেবলেট সহ এক ইয়াবাকারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার ২০ জানুয়ারী আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টেকনাফের হোয়াইক্ষ্যং বাজার থেকে একটু দক্ষিণে টেকনাফ-কক্সবাজার সড়কের উপর থাকাবস্থায়
উনচিপ্রাং গ্রামের অছিউর রহমান ও রহিমা বেগমের পুত্র অলি হোছন (৩০) র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালানোর সময় র‍্যাব-১৫ এর সদস্যরা তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে, তার দেহ তল্লাশী করে র‍্যাব সদস্যরা ৯ হাজার ৯৮০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে।

আটক ইয়াবাকারবারীকে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য উদ্ধার করা ইয়াবা টেবলেট সহ সোপর্দ করা হয়েছে। আটককৃত ইয়াবাকারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারাদেশে বেচাবিক্রি করত বলে র‍্যাব-১৫ এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ধৃত ইয়াবাকারবারী অলি হোছন’কে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে তাদেকে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে থানা সুত্রে জানা গেছে।