মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি আগামী মঙ্গলবার ১৯ জানুয়ারী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে হেলিকপ্টার যোগে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অবতরণ করবেন। সেখানে ক্যাম্প-৪, এক্সটেনশন-এ তে রোহিঙ্গা শরনার্থী মাঝিদের সাথে তিনি মতবিনিময় করবেন। স্বরাষ্ট্র মন্ত্রী একইদিন রাত ৮ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বল প্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের (রোহিঙ্গা শরনার্থীদের) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃংখলা সম্পর্কৃত নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করবেন। পরদিন ২০ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে স্বরাষ্ট্র মন্ত্রী কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান প্রেরিত সফরসূচীতে জানা গেছে।

১৯ জানুয়ারী মঙ্গলবার কক্সবাজার আসার আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান নোয়াখালীর ভাসানচরে কক্সবাজার থেকে স্থানান্তর করা রোহিঙ্গা শরনার্থীদের সার্বিক অবস্থা পরিদর্শনে হেলিকপ্টার যোগে সেখানে যাবেন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই চাঞ্চল্যকর মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যা, কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানাচরে রোহিঙ্গা শরনার্থী হস্তান্তর কার্যক্রম শুরু, কক্সবাজার অঞ্চলে ইয়াবা টেবলেটের কারবার ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়া সহ আরো বিভিন্ন কারণে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের এবারের কক্সবাজার সফর খুব গুরুত্বপূর্ণ মনে করছেন-রাজনৈতিক বিশ্লেষকেরা।