ইউসুফ আরমান :

এক ঝাঁক উচ্ছল পাখির মতো উড়তে চায় আইনের শিক্ষার্থী, নতুন কিছু পাওয়ার আশায় ছুটেছিল বিজ্ঞ আইনজীবী।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতিস্থ সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এক্স ল-স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে পাটওয়াররটেক, হিমছড়ি নৈসর্গ লীলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এক্স ল স্টুডেন্টস এসোসিয়েশনের ১৬ জানুয়ারী ২০২১ইং বনভোজনের আয়োজন করে। ৩০জন বিজ্ঞ আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীসহ অংশ নেন এ আয়োজনে।
কঠোর পরিশ্রমের বিনিময়ে সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এক্স ল স্টুডেন্টস এসোসিয়েশনের একটি সুসংগঠিত ঐক্য সম্প্রীতির আত্মপ্রকাশ করেছে। এখানে সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এক্স ল স্টুডেন্টস এসোসিয়েশন সুক্ষ-তীক্ষ্ণ ঐক্য সৌহার্দপূর্ণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।
সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এক্স ল স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্য যারা আইন অঙ্গনে পদাচারণা মুখরিত করেছে তারা সকলে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এতে উপস্থিত ছিলেন এডভোকেট মীর মোশাররফ হোসাইন টিটু, এডভোকেট এইচ রাফাত, এডভোকেট সরোয়ার আলম, এডভোকেট সাইফ উদ্দিন, , এডভোকেট হারুন রসিদ, এডভোকেট মোকাম্মেল হক মানিক, এডভোকেট মাহবুবুল আলম টিপু, এডভোকেট সমনজিত, এডভোকেট শওকত বেলাল, এডভোকেট সৈয়দ ইরফান, এডভোকেট জিয়াউল করিম, এডভোকেট রাশেদ, এডভোকেট ফরহাদ আহমদ, এডভোকেট জিয়া উদ্দিন বাবলু, এডভোকেট রাসেল, এডভোকেট ইমরুল শরীফ, এডভোকেট বেদারুল আলম, এডভোকেট আবুল কাশেম আবু, ইউসুফ আরমান, জাহেদ আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞ আইনজীবী বন্ধুদের পরিবেশনার মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠে সবাই। কক্সবাজার জেলা আইনজীবী সমিতিস্থ সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এক্স ল স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন-প্রবীণ আইনজীবী বন্ধুদের মধ্যে সুসম্পর্ক গঠনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিস্থ সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এক্স ল স্টুডেন্টস এসোসিয়েশনের বনভোজনটি সম্পন্ন হয়।