ইমাম খাইর, সিবিএনঃ

কক্সবাজার বেতারকে আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।

তিনি এও বলেছেন, স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি, কৃষি ও ঐতিহ্যকে তুলে ধরতে বেতারকে ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুরে বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনকালে হাসান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেতারের অনিয়মিত শিল্পীদের কিছু সমস্যার কথা জেনেছি। এসব বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

করোনাকাল পার হলেই শিল্পী সন্মানী বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
দুপুরে আঞ্চলিক কেন্দ্রে পৌঁছেন তথ্য মন্ত্রী ডঃ হাসান মাহমুদ।

এ সময় বেতারের কর্মকর্তা, কলাকুশলী, সাংবাদিক ও শিল্পীরা তাকে বরণ করে নেন।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী বেতার ভবন ঘুরে দেখেন এবং সামনের প্রাঙ্গনে একটি নিম গাছের চারা রোপন করেন।

কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মো. আমানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো.আমিন আল পারভেজ, বেতারের উপআঞ্চলিক প্রকৌশলী মো. রাশেদুল আজম সিকদার, উপআঞ্চলিক পরিচালক সমীর চন্দ্র বিশ্বাস, সহকারী পরিচালক (অনুষ্ঠান) কাজী মো. নুরুল করিম, সুলতান আহমেদ, উপ বার্তা নিয়ন্ত্রক শামিমা নাসরীন শমী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল,কক্সবাজার রেডিও অ্যানাউন্সার্স ক্লাবের সভাপতি সুনীল বড়ুয়া,সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, বেতারের অনুষ্ঠান ঘোষক নাজমুল করিম জুয়েল,শরমিন সিদ্দিকা,শামীম আকতার, তৌফিকুল ইসলাম লিপু,এড. ফারহানা কবীর চৌধুরীসহ বেতারের বিভিন্ন বিভাগের শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন।