আবুল বশর পারভেজ, মহেশখালী:
ইলেকট্রিশিয়ান শান্স ফ্রন্টিয়ারস, ফ্রান্স কর্তৃক প্রেরিত ২০০শত সৌর বিদ্যুৎ প্যানেল লাইট বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের (সোনাদিয়া দ্বীপ ও বড়দিয়া) প্রান্তিক পরিবার ও বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীদের সোসিয়াল অ্যাসিস্ট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দ্যা ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি) সহযোগিতায় বিতরণ করা হয়।
সোলার লাইট বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, এসএআরপিভি’র পরিচালক (রিনিউয়েবল এনার্জি) এমডি কামরুজ্জামান, বিভাগীয় প্রধান (পুষ্টি) মহসীন হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক (রিনিউয়েবল এনার্জি) সুমি দত্ত, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহমুদ এমরান, হিসাব কর্মকর্তা মাহবুব আলম, ইউনিয়ন নিউট্রিশন সুপারভাইজার রাসেল আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ইউনিয়ন নিউট্রিশন সুপারভাইজার আনোয়ার আলম, অ্যাসিস্ট্যান্ট লজিস্টিক অফিসার নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মচারীগণ ও উপজেলার উপকারভোগী পরিবারসমূহ ।
বিদ্যুৎহীন দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে আলোর ব্যবস্থা করায় এসএআরপিভি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান ও কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন। উপজেলা প্রশাসন ও দাতা সংস্থা ইলেকট্রিশিয়ান শান্স ফ্রন্টিয়ারস কে ধন্যবাদ জানিয়ে এসএআরপিভির পরিচালক (রিনিউয়েবল এনার্জি) এমডি কামরুজ্জামান বলেন, মহেশখালী উপজেলার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আলোর ব্যবস্থা করতে পেরে আমরা খুবই আনন্দিত, সকলের সহযোগিতা অব্যাহত থাকলে সমাজের বৈষম্য দূরীকরণে ও প্রতিটি ঘরে আলোর পৌছাইতে আমাদের চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সোসিয়াল অ্যাসিসট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দি্য ফিজিক্যালি ভালনারেবল (এস এ আর পি ভি) রিনিউয়েবল এনার্জি, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, প্রতিবন্ধীদের সেবা, সহায়তা ও পুনর্বাসন, প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট, সামাজিক অধিকার ও ক্ষুদ্রঋণ বিষয়ক সেবা কার্যক্রম কক্সবাজার জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তিক উপজেলায় চালিয়ে আসছে।