আলমগীর মানিক,রাঙামাটি :
রাঙামাটির কুতুকছড়িতে পাথর বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রীজ ভেঙ্গে তিনজন নিহত হয়েছে। এই ঘটনার পরপরই রাঙামাটি-খাগড়াছড়ি সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাত টার সময় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার সাথে সাথেই স্থানীয়দের সাথে নিয়ে কুতুকছড়ি আর্মি ক্যাম্পের সেনাসদস্যগণসহ ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহত তিনজন হলো, ট্রাকের ড্রাইভার আরাফাত, হেলপার বাচ্চু ও ঠিকাদারের চালানদার জহুরুল হোসেন। নিহত তিনজনই শহরের বাসিন্দা হলেও  ট্রাক ড্রাইভারের বাড়ি চট্টগ্রামের অক্সিজেন, হেলপারের বাড়ি রামগড় ও চালানদারের বাড়ি লালমনিরহাট হতে পারে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন কোতয়ালী থানার এসআই অরূপ।
স্থানীয়রা জানিয়েছে, চট্টগ্রামের মাঝির ঘাট থেকে পাথর বোঝাই করে খাগড়াছড়ি যাওয়ার পথে রাঙামাটির কুতুকছড়ি বেইলী ব্রীজের উপর উঠলে ওভারলোড ট্রাকটির চাপে ব্রীজ ভেঙ্গে সম্পূর্ন ট্রাকটি পানিতে ডুবে যায়। এসময় ট্রাকের ভেতরে থাকা তিনজনই শ্বাসরূদ্ধ হয়ে ভেতরেই মারা যায়। এদিকে, ঘটনার পরপরই রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রাঙামাটির জেলা প্রশাসক, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী. অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলার ইউএনও, কোতয়ালী থানার ওসিসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান। এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, আমরা নিহতের পরিচয় সনাক্ত হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের চেষ্ঠা চলছে। নিহতের পরিবারকে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়ে নিহতের মরদেহ তাদের বাড়িতে পাঠানো হবে। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে উক্ত ব্রীজটি মেরামতের মাধ্যমে সড়কটি সচল করার জন্যও সড়ক বিভাগকে বলে দেওয়া হয়েছে।