সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ‘জয় কারাতে একাডেমি’র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা কারাতে এসোসিয়েশন সভাপতি সিরাজুল হক।
প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন কবির।
সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি-ক্রীড়া সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জয় কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক জয়দেব পাল (জয়)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন ও দৈনিক কক্সবাজার প্রতিবেক, ক্রীড়া লেখক মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন- সিনিয়র কারাতে খেলোয়াড় কাজী তামজিদ পাশা, কৃষ্ণ পাল, জাহেদুল ইসলাম, আরিফ রেজা ও প্রতাপ শর্মা।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। গঠিত কমিটি : সভাপতি হেলাল উদ্দিন কবির (প্যানেল মেয়র-কক্সবাজার পৌরসভা ও যুগ্ম সম্পাদক-জেলা ক্রীড়া সংস্থা), সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন সেতু (কাউন্সিলর-কক্সবাজার পৌরসভা), সহ সভাপতি আমিনুল ইসলাম মুকুল (সদস্য-বাংলাদেশ ভলিবল ফেডারেশন), জয়নাল আবেদীন দুলু (সাবেক কৃতি কারাতে খেলোয়াড়), সাধারণ সম্পাদক জয়দেব পাল (জয়) (প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক-জয় কারাতে একাডেমি), সহ সাধারণ সম্পাদক কাজী তামজিদ পাশা, অারিফ রেজা, জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ পাল, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোহাম্মদ (তোফা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক প্রতাপ শর্মা, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সেতারা জাহান, ক্রীড়া সম্পাদক সাঈদা মোশরাফুন নেছা, সদস্য মাহবুবুর রহমান, আবদুল গফুর হক্কানি, জনি ধর, সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দিন মিশুক, সুবীর পাল, তপন দে৷ তৌহিদুল ইসলাম, সাদেক উল্লাহ, জিয়াউল হক (জিয়া), পারভেজ, শাহীন ও মোরশেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত সভাপতি হেলাল উদ্দিন কবির ‘জয় কারাতে একাডেমি’র প্রশংসা করে সার্বিক সফলতার অাশ্বাস প্রদান করেন।