প্রেস বিজ্ঞপ্তি :

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে রামু উপজেলা বিএনপি। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় রামু চৌমুহনীতে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সভায় বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে এই স্বৈরাচারী সরকার পিয়াজ, চাউলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের সাথে উপহাস করছে। সরকার দলীয় সিন্ডিগেট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে। বক্তারা বানিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করে আরো বলেন, আওয়ামীলীগ উন্নয়নের নাম করে তাদের দলীয় নেতাকর্মীদের সরকারি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছে। এখন তারা জনগণের কথা ভাবেনা। কীভাবে জনগণের টাকা লুটপাট করা যায় সেই চিন্তায় ব্যস্ত। রামু উপজেলা বিএনপির সভাপতি মুকতার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন,রামু উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফোরকান আহমদ, সাবেক সদস্য সচিব টিপু সোলতান চৌং, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম সওদাগর,চাকমারকুল বিএনপির সভাপতি শাহ আলম কোম্পানি,কচ্ছপিয়া বিএনপির সভাপতি ছৈয়দ আলম,কাওয়ারখোপ ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক,দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল কবির মুজিব মেম্বার,রশিদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোছলেহ উদ্দিন চৌং,বিএনপি নেতা মুফিদুল আলম মুফিদ,ফয়সাল কাদের,শেখ আব্দুল্লাহ,শাহনুর উদ্দিন বাবু,ফতেখাঁরকুল বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদিন বাবু,চাকমারকুল বিএনপির সাধারন সম্পাদক আহমদ সৈয়দ ফরমান,কাউয়ারখোপ বিএনপির সাধারন সম্পাদক হানিফ জিহাদী,দক্ষিণ মিঠাছড়ি বিএনপির সাধারন সম্পাদক আফসার কামাল,ফতেখাঁরকুল সাংগঠনিক সম্পাদক শামসুল আলম,উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জহির আলম,উপজেলা ছাএদলেরর আহবায়ক ছানা উল্লাহ সেলিম,সদস্য সচিব আফসার কামাল,যুবদল নেতা মিথুন বড়ুয়া বোথাম,আবু তালেব ছোটন,হেমসেল সরওয়ার,জয়নাল আবেদিন সাব্বির হোসেন বাদশা,আবদুল গনি, উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।