ছোটন কান্তি নাথ :
কক্সবাজারের চকরিয়ায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে ব্যাপক পরিসরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে। ডুলাহাজারা ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এই শীতবস্ত্র। ৯টি ওয়ার্ডের সমাজের অসহায়, দরিদ্র, গরীব, এতিম ও দুস্থ এসব মানুষের মুখে হাসি ফুটেছে শুভসংঘের কম্বল পেয়ে।
কালের কণ্ঠ শুভসংঘ চকরিয়া শাখার উপদেষ্টা পরিষদ সদস্য ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসানুল ইসলাম আদরের আর্থিক সহযোগীতায় শুভসংঘ এই শীতবস্ত্র বিতরণ করছে। আজ শনিবার পর্যন্ত ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষের হাতে হাতে পৌঁছে গেছে কম্বল। বাকী মানুষের কাছেও পৌঁছে দেওয়া হবে এই কম্বল।
এদিকে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে ডুলাহাজারা ইউনিয়নের কৈয়ারডেবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের এতে সভাপতিত্ব করেন শুভসংঘের উপদেষ্টা হাসানুল ইসলাম আদর। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া-পেকুয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, কালের কণ্ঠ শুভসংঘ কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও কালের কণ্ঠ’র স্থানীয় প্রতিনিধি ছোটন কান্তি নাথ, চকরিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি মনজুর আলম, শুভসংঘ চকরিয়া শাখার উপদেষ্টা ও সনাক সদস্য জিয়া উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফরিদুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সোলায়মান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, শুভসংঘ চকরিয়া শাখার নির্বাহী সদস্য আনিসুল ইসলাম ফারুকী ও আরফাত আল করিম রিমন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন বাপ্পী, জেলা ছাত্রলীগের নেতা ইরশাদুল গণি শাকিব, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর হাসান ফাহিম, ছাত্রলীগ নেতা ইকরামুল গণি রাকিব প্রমূখ।
শুভসংঘের উপদেষ্টা হাসানুল ইসলাম আদর বলেন, ‘আমার ইউনিয়নের একজন গরীব মানুষও যাতে শীতের কষ্ট অনুভব করতে না পারে সেজন্য দিনে এবং রাতে বাড়ি বাড়ি গিয়ে আমি নিজেই কম্বল পৌঁছে দিচ্ছি। কালের কণ্ঠ শুভসংঘের পক্ষে শীতার্ত মানুষগুলো এই কম্বল পেয়ে বেশ খুশি। প্রাথমিকভাবে সাড়ে তিন হাজার শীতার্তকে দেওয়া হচ্ছে কম্বল। প্রয়োজনে আরো দেওয়া হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘শুভ কাজে সবার পাশে’ শ্লোগানে কালের কণ্ঠ শুভসংঘের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং এই ধরণের সামাজিক ও মানবিক কাজে শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
প্রধান অতিথি কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া-পেকুয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ‘কালের কণ্ঠ শুভসংঘ একটি জাতীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সকল শুভ কাজের মধ্য দিয়ে সারাদেশে শুভসংঘ মানুষের মাঝে ব্রান্ড হিসেবে স্থান করে নিয়েছে। শুভসংঘের পক্ষে উপদেষ্টা হাসানুল ইসলাম আদরের এই মানবিকতা আমাকে মুগ্ধ করেছে।’