আমির হোসেন:
কক্সবাজার সদর ইসলামাবাদ ইউনিয়নের শাহ-ফকির বাজার থেকে পশ্চিম গজালিয়া আজির পারা জামে মসজিদ পর্যন্ত প্রায় সাড়ে ৩০০ মিটার রাস্তা সংস্কার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা বলছে, রাস্তার কার্পেটিং কাজের গুনগত মান খারাপ করা হয়েছে। নিম্নমানের পাথরে বিটুমিন নেই বললেই চলে। রাস্তার অধিকাংশ জায়গায় ইটের সাইড বক্স নেই। ময়লা ও মাটির উপরই করা হয়েছে কার্পেটিংয়ের কাজ। আর তড়িঘড়ি করে যত্রতত্র ভাবে কার্পেটিং করায় পাথর উঠে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তা ভালভাবে পরিস্কার না করেই ধুলো ময়লার উপর কার্পেটিংয়ের কাজ করা হয়েছে। আর কার্পেটিং কাজে ব্যবহৃত পাথরে কোন বিটুমিন মিশ্রিত নেই।

পশ্চিম গজালিয়ার বাসিন্দা আবুল কালাম বলেন, খুব তড়িঘড়ি করে যত্রতত্র ভাবে কার্পেটিং করায় একটুতেই অনেক জায়গায় কার্পেটিং উঠে যাচ্ছে। তাতে অনেক টাকা লুটে নেয়া হয়েছে।

সড়কটি কার্পেটিং কাজে তদারকির দায়িত্বে থাকা ওয়ার্ক এসিস্টেন্ট নজরুল ইসলাম বলেন, শিডিউল অনুসরণ করেই সড়কটি সংস্কার কাজ শেষ হয়েছে। সরজেমিন পরিদর্শন করে সব ঠিকঠাক থাকলে কাজ বুঝে নিবো।