সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিটে সশস্ত্র সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট ও দায়িত্ব পালনরত অবস্থায় সোসাইটির কর্মকর্তাকে লাঞ্চিত করার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন রেডক্রিসেন্ট সোসাইটির অধীনে সারাদেশের ৬৮টি ইউনিটে কর্মরত ৬৮ জন কর্মকর্তা।

কর্মকর্তাবৃন্দ গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মানবতার সেবায় নিয়োজিত জাতির অত্যন্ত মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান রেডক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটে ন্যাক্কারজনক ও সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরণের সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা বাংলাদেশে বিরল।

বিবৃতিতে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত চিহ্নিত দুস্কৃতিকারী, অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে কর্মকর্তাগণ বলেন, সোসাইটির প্রত্যেক ইউনিট কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায়।