প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফের সাবরাংয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে টেকনাফের সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উসমান গণি সিকদারকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল হুদা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, ভিন্নদল ও মতের অনুসারী হলেও উসমান একজন প্রতিবাদী ছেলে ছিলেন, যা বর্তমান যুগে নেতৃবৃন্দের মধ্যে খুব কমই পরিলক্ষিত হয়। এমন একজন প্রতিবাদী ছেলেকে দিনদুপুরে প্রকাশ্যে ফিল্মী স্টাইলে হামলা ও হত্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। এহেন পরিস্থিতি চলতে থাকলে যে দলের বা মতের হোক কেউ নিরাপদ নয়। আমরা এহেন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তুির দাবি জানাচ্ছি। সাথে সাথে টেকনাফ উপজেলার প্রশাসনকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের আহবান জানাচ্ছি , যাতে উসমানের মত আর কোন উদীয়মান তরুণ প্রতিবাদী যুবককে হারাতে না হয়। সেই সাথে উসমান হত্যাকান্ডকে পুঁজি করে কোন কুচক্রী মহল যাতে ব্যক্তিগত স্বার্থ- চরিতার্থ করার লক্ষ্যে এলাকার সাধারণ জনগন ও ভিন্ন মত দলের নিরহ লোকজনকে হয়রানি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে টেকনাফ উপজেলা প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি।