প্রেস বিজ্ঞপ্তি
দেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ, বিদগ্ধ গবেষক, মাসিক আত-তাওহীদ সম্পাদক, জামিয়া আরবিয়্যাহ জিরির মুহাদ্দিস মাওলানা ড. আ. ফ. ম খালিদ হোমেন বলেছেন, পবিত্র কুরআন তিলাওয়াতের মত মহান ঐতিহ্য যখন তথাকথিত আধুনিকতা ও অপসংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে এমন ক্রান্তিকালে কুরআনের শিক্ষাদানকারী হিফজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য আল্লাহর রহমত। হেফজখানায় অবিরত পবিত্র কুরআন তিলাওয়াত হয়। এসব হিফজখানার অবদানে থেকে প্রতি বছর অসংখ্য হাফেজে কুরআন তৈরি হয়ে কুরআনের আলো ছড়িয়ে দেন। তাই কুরআনুল কারীমের এ শিক্ষাধারার একনিষ্ঠ সহযোগী হওয়া মু’মিন-মুসলমানদের ঈমানী কর্তব্য।
তিনি রামু শিকলঘাটে নবপ্রতিষ্ঠিত তাহসীনুল কুরআন হিফজখানা ও এতিমখানার প্রথম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় তিনি দানশীলতা, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, উদারতার ফযীলত নিয়ে আলোচনা করেন।
গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত বার্ষিক সভার সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন, রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হাফেজ আব্দুল জলিল। এ অধিবেশনে উক্ত হিফজখানায় বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। হিফজ প্রতিষ্ঠানটির শিক্ষক মাওলানা হাফেজ আতিকুর রহমান রাসেলকেও
সম্মাননা দেয়া হয়।
এ দ্বীনি মাহফিলে বিশেষ বক্তা ছিলেন, পোকখালী মাদ্রাসার শিক্ষক মাওলানা ইউনুছ। এছাড়াও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, রাজারকুল জামালুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, পাঞ্জেগানা মোহাম্মদিয়া হেফজখানার পরিচালক মাওলানা হাফেজ ইয়াকুব, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল হান্নান, ইকরা একাডেমীর পরিচালক মাওলানা আব্দুল মান্নান, লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, শিক্ষা পরিচালক মাওলানা দিদারুল আলমসহ আলেম-ওলামা ও দ্বীনি শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এ হিফজখানা পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার শফিকুর রহমানসহ সকল সদস্যবৃন্দ। সঞ্চালনায় ছিলেন, তরুণ শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল মাসুম।
মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে বার্ষিক সভা শেষ হয়।

উল্লেখ্য, পবিত্র কুরআন মজীদের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদান ও দক্ষ হাফেজে কুরআন গড়ে তোলার ব্রত নিয়ে ইসলাম অনুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক উদ্যোগে শিকলঘাট শাহী জামে মসজিদস্থ তাহসীনুল হিফজুল কুরআন হিফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠালাভ করে।
৩ জানুয়ারী ( জুমাবার), বাদে আছর সবক প্রদান ও দু’আ মাহফিলের মাধ্যমে নবপ্রতিষ্ঠিত এ হিফজখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।