মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
সারাদেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। শুক্ররবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় একযোগে উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এসব বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে উপজেলার ৫ ইউনিয়নের প্রথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা।

বর্তমান সরকারের সার্বিক দিকনির্দেশনায় প্রতিবারই ১ জানুয়ারি কচিকাঁচা শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। তাই সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এদিনটিকে ‘বই উৎসব’ হিসেবে পালন করে আসছে।

১ জানুয়ারী বই বিতরণ উৎসব উপলক্ষে সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমার সভাপতিত্বে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন বই বিতরণ উৎসবের শুভ সূচনা করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল বশরের সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ বিজিবি মেডিকেল অফিসার জাহেদুল ইসলাম ভুইয়া। এই প্রতিষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক জয়নাল আবেদীন, মনোয়ারা আক্তার জেসসিন, মোমেনা আক্তার, খতিজা বেগম। নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে উপস্হিত ছিলেন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা ফাতেমা, বুলবুল আক্তার, কহিনুর আক্তার, মোহাম্মদ শফিকুর রহমান রিক্তা আরা, ও বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা করেন সহকারি শিক্ষক ওমর ফারুক,এবং নাইক্ষ্যংছড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা করেন রেহেনা আক্তার।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা বলেন, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৬টি, বেসরকারি ২০টি মোট ৭৬টি শিক্ষা প্রতিষ্টানে একযোগে বই বিতরণ করা হয়েছে। তাই উপজেলার ১৪ হাজার শিশু শিক্ষার্থী পেল নতুন বই। সহকারি শিক্ষা অফিসার আকতার উদ্দিন এই প্রতিবেদকে জানান,বই বিতরণ উৎসবের প্রথম দিনেই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। বই পেয়ে এখন তারা মহা খুশি।