প্রেস বিজ্ঞপ্তি:

সমাজের যত অন্ধকার দূর করে -আলোর পথে অবিচল থাকার অঙ্গীকার করে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ কমিটির সদস্যরা। পাশাপাশি মাদক, সন্ত্রাস আর দুর্নীতিকে সবসময় না বলে যাবে তারা ।

গত ২৩ ডিসেম্বর বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কমিটির বার্ষিক সভা ও সন্মেলন অনুষ্টিত হয়। সভায় এসব কথা উঠে আসে।

বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মুরাদ মূক্তাদির ত্বোহার সঞ্চালনায় অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান ও বন্ধুসভার প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানা। সংগঠনের বার্ষিক কর্মকান্ড এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে সভায় বক্তব্য দেন, বন্ধুসভা কক্সবাজার জেলা কমিটির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, বন্ধুসভা জেলা কামিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ্ প্রমুখ। সভা শেষে এক বছর মেয়াদের ( ২০২১ সাল) জন্য ৫১ সদস্য বিশিষ্ট প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ কমিটি ঘোষণা দেন প্রধান উপদেষ্ঠা আব্দুল কুদ্দুস রানা।

# নতুন কার্যকরি কমিটি নিম্নরূপ :

সভাপতি : মুরাদ মূক্তাদির ত্বোহা, সহ-সভাপতি : বায়জিদ মোঃ আরিফ, সিরাজুল করিম সিফাত ও ইশতিয়াক ফেরদাউস তিশাদ, সাধারণ সম্পাদক : ফাতিমা তাসনিম জুমা, সহ-সাধারণ সম্পাদক: শফিকুল মোস্তফা আহিল, মো. আলী নেওয়াজ ও শারমিন আক্তার,
সাংগঠনিক সম্পাদক : সাজ্জাদ ইকবাল , উপ-সাংগঠনিক সম্পাদক : মো. নেজাম উদ্দীন, পাঠচক্র বিষয়ক সম্পাদক : সুরাইয়া ইসলাম মুকুট, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : আজিজুল ইফাজ, যোগাযোগ সম্পাদক: জয়ন শর্মা, প্রচার সম্পাদক : ইমরুল হাসান রাকিব, নারী বিষয়ক সম্পাদক : অভিপ্সা বড়ুয়া মেঘলা, মানবসম্পদ বিষয়ক সম্পাদক: মো. মিরাজ খান, দপ্তর সম্পাদক: শাহ্ মো. তারেক, সাহিত্য সম্পাদক: জুবাইদা তাবাসসুম নিশি, পাঠাগার বিষয়ক সম্পাদক: উলফাত তাহিয়া হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক : তাহমিনা শারমিন রুবা, অর্থ সম্পাদক: ওবাইদুল হাকিম রাসেল, পরিবেশ সম্পাদক : আল-হুমাইরা মাহে জেবিন, ক্রীড়া সম্পাদক : মো. ইমরান, অনুষ্ঠান সম্পাদক : মোহাম্মদ ছিদ্দিক, বিজ্ঞান বিষয়ক সম্পাদক : হিসামুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক : সুরাজ দত্ত এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক : আহসান হাবীব।

# সদস্য :

তারেক মনোয়ার, উছরাত আনিকাহ নাওয়ার, জান্নাতুল আফনান বনি, শিরোফা হোসেন, সিজিদুল হক, জাবেদুল ইসলাম ফাহাদ, সালাউদ্দিন সাল্লু, আলবার ইত্তিসাফ, আবদুল্লাহ আল ফুয়াদ, মো. মিজানুর রহমান, খাদিজা জামান কুবরা, হুজ্জাতুল ইসলাম ফাহাদ, আহনাফ হাসান সবুজ, ইয়াহিয়া, মাইমুনুল ইসলাম, মো. মিজানুর রহমান, আহনাফ হাসান সবুজ, আবু ছালেহ মো. সাঈদ, শহিদুল ইসলাম, আব্দুর রহমান রাহি ও মো. আনাস।