ঈদগাঁও সংবাদদাতাঃ
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে প্রবাহমান নদী দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেছে প্রভাবশালী চক্র। ঈদগাঁও বাসষ্টেশন লালব্রীজ সংলগ্ন স্থানে নদীর দক্ষিণ পাড়ে এ কাজ চলছে ।
সরেজমিনে দেখা যায়, ঈদাগাঁও বাসষ্টেশনের মহাসড়কের লালব্রীজ সংলগ্ন চাল ব্যবসায়ী সিরাজুল ইসলাম তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চালের দোকানের পেছনে প্রবহমান ঈদগাও নদীর পাড় দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেছে।পলিথিনের ঘেরা দিয়ে মাটির নিচে পাইলিং করে সম্প্রতি এ কাজ শুরু করে।
এভাবে প্রতিনিয়ত প্রবহমান ঈদগাও নদী একের পর এক দখল হয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় বিভিন্ন জায়গায় দীর্ঘ দিন এ কার্যক্রম চলছে বলে জানান স্থানীয়রা।
ঈদগাঁও বাসষ্টেশনের ব্যবসায়ী আবদুরহমান, জসিম, গিয়াস উদ্দিনসহ আরো অনেকে জানান, ব্যবসায়ী সিরাজুল ইসলাম ঈদগাঁও নদীর পাড় দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চালাচ্ছে। অভিযোগ ওঠা সিরাজুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, খতিয়ান করা ক্রয়কৃত জায়গার উপর ভবন নির্মাণ কাজ করছে।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সেন গুপ্তার সাথে কথা হলে বিষয়টি দেখা হচ্ছে বলে জানান।
তিনি লোকেশন ও অভিযুক্ত ব্যক্তির নাম নেন।