শাহীন শাহ, টেকনাফ :

সারা দেশের ন্যায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে বিশাল আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। ৩০ ডিসেম্বর বিকেল ৩ টায় টেকনাফ শাপলা চত্বরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর।

পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের সভাপতি সাইফুদ্দিন খালেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হোসেন রাজু, পৌর যুবলীগের আহ্বায়ক তোয়াক্কুল হোসেন, সদর যুবলীগের সভাপতি আব্দুল ফারুক, পৌর তাতী লীগের সভাপতি মো. শফিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাতান মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি মো. শাহীন।

এ সময় বক্তরা বলেন, বিএনপি জামায়াত এ দেশে আগুন সন্ত্রাস সহ নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্রকে আবদ্ধ করে রাখতে চেয়েছিল। আওয়ামী লীগ সরকার দেশে নির্বাচনের মাধ্যমে সঠিক গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখে অভূতপূর্ব উন্নয়ন করছে। বিরোধী দলের যে কোনো নৈরাজ্য প্রতিরোধ করতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠন সংকল্পবদ্ধ রয়েছে। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগের কতিপয় নামধারী, যারা সুবিধা নিয়ে নেতাকর্মী ও জাতীয় কর্মসূচি থেকে বিচ্ছিন্ন রয়েছে তাদের নয়, দূর্দিনে যারা মাঠে ময়দানে ছিলেন তাদেরকে আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক দেয়ার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এজাহার মিয়া, মীর কাশেম মেম্বার, মৌ. মো. আনোয়ার, নজীর আহমদ সীমান্ত, হামজালাল, আহমদ হোসেন, নুর মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের খলিলুর রহমান, সাইফুল্লাহ কোম্পানী, পৌর যুবলীগের রেজাউল করিম ধইল্লা, মো. আব্দুল্লাহ, মনজুরুল করিম সোহাগ, মুক্তিহযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, তাতী লীগের উপজেলা সভাপতি আব্দু রহমান, উপজেলা ছাত্রলীগের সাইফুল ইসলাম মুন্না, আব্দুল বাসেত, দেলোয়ার হোসেন, টেকনাফ সরকারি কলেজের সাইফুল ইসলাম সোহদ।

আলোচনা সভার আগে নুরুল বশরের নেতৃত্বে এক বিশাল বিজয় র‌্যালি টেকনাফ শাপলা চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ আলোচনা সভায় মিলিত হয়। এ র‌্যালিতে যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।