ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার শহরে স্কুল শিক্ষিকার নিকট থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় রবিউল হাসান মুন্না (৩২) নামের পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেল শৈবালের সামনে থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবির চৌকস টীম অভিযানটি চালায়।
ছিনতাইকারী রবিউল হাসান মুন্না কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
ভিকটিম জোবাইদা নাছরিন (৪৬) আদর্শ একাডেমি কেজি স্কুলের প্রধান শিক্ষিকা।
ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান, হোটেল শৈবালের সামনে ছিনতাইয়ের শিকার হন জোবাইদা নাছরিন নামক একজন স্কুল শিক্ষিকা। বিষয়টি তিনি ডিবি পুলিশকে অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রবিউল হাসান মুন্না নামক এক ব্যক্তিকে আটক ও ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগটি তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে। করা হয়।
ডিবির ওসি জানান, অভিযানকালে আরো দুইজন পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে। মুন্না পেশাদার ছিনতাইকারী।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী।