সালাহ্ উদ্দিন জাসেদ :

দি নেটওয়ার্ক ফর রিলিজিয়াস এ্যান্ড ট্রেডিশনাল পিসমেকার্স, হেলসিংকি, ফিনল্যান্ড এবং ইউরোপীয়ান ইউনিয়ন এর স্পনসরশীপে মঙ্গলবার আয়েজিত সম্প্রীতি বন্ধনে আন্তঃধর্মীয় সংল্পাপের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি নেটওয়ার্ক ফর রিলিজিয়াস এ্যান্ড ট্রেডিশনাল পিসমেকার্স, হেলসিংকি, ফিনল্যান্ড এর সম্মানিত ফেলো উজ্জ্বল কান্তি দেব, পরিচালনায় ছিলেন মনজু বডুয়া রিয়া ও শাহ মোহাম্মদ নিব্রাজ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ডীন কলা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান ডিফার্টমেন্ট অফ বাংলাদেশ স্ট্যাডিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ এম ডি সিকান্দার চৌধুরী।

রিসোর্স পার্সন হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ফাইন আর্টস ইনস্টিটিউট, প্রফেসর এম ডি জসিম উদ্দিন, মনজুরুল আলম, সহযোগী অধ্যাপক ইনস্টিটিউট অব মডার্ণ ল্যানগুয়েজেস ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশন ও  মাসুম আহমেদ, সহযোগী অধ্যাপক দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ সম্প্রীতির রুপকার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সম্মানিত অতিথি ডঃ সিকান্দার চৌধুরী ও রিসোর্স পার্সনগন আন্তঃধর্মীয় সংলাপের উপর একাডেমিক ও জ্ঞানগর্ব বক্তব্য রাখেন।

এতে আরও বক্তব্য রাখেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অজিৎ দাস, সাবেক পরমানু কর্মকর্তা ইফতিকার উদ্দিন চৌধুরী, অধ্যাপক হাশেম উদ্দিন, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর, অধ্যাপক নোমান, অধ্যাপক নওশাদ চৌধুরী,কক্সবাজার সিটি কলেজ, য্যোতি সেন ভিক্ষু, পরিচালক রামপুর বৌদ্ধ বিহার, ডঃ নুরুল আবছার, বাবুল শর্মা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, এন্ড্রো গোমেজ, ভাইস চেয়ারপারসন রিলিজিয়নস ফর পিস, এড. সাকি এ কাউছার, মোহাম্মদ ফয়েজ, কো-অর্ডিনেটর ইসলামি ফাউন্ডেশন, সাংবাদিক আমির হোসাইন হেলালি।

এতে আরও উপস্থিত ছিলেন সকল শ্রেণি-পেশার মানুষ ও প্রাতিষ্ঠানিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।