বার্তা পরিবেশক :

উত্তরণ আবাসন সমবায় সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক মো: কামাল হোসেন সংবর্ধনা দেয়া হয়েছে। ২৮ ডিসেম্বর সকালে উত্তরণের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্ম মৃত্যুর মাঝখানের সময়ে মানুষ তার কর্মের মাধ্যমে জীবন অতিবাহিত করে। মানুষের জন্ম হয় মৃত্যুর জন্য। এর মধ্যে কিছু মানুষ মরেও অমর হয়ে থাকে। একজন মানুষকে জন্মে নয়, কর্মে বাঁচিয়ে রাখে। মানুষের কৃত কর্মের কারনে মৃত্যুর পরও সবার মাঝে বেঁচে থাকে। তেমনি একজন আমাদের মাঝে যুগ-যুগান্তর বেঁচে থাকবেন তিনি হচ্ছেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। তিনি কক্সবাজারে যেসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেই সব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সব সময় আমাদের মাঝে উজ্জীবিত থাকবেন। কক্সবাজারের প্রতিটি সমস্যা তিনি আত্মা থেকে উপলব্দি করেন এবং সমস্যার সমাধান করেছেন। আর যে সব সমস্যার সমাধান হওয়া প্রয়োজন তা তিনি যেখানে থাকবেন সেখান থেকে চেষ্টা করবেন। কক্সবাজারের সর্বক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান মোল্লা, সমিতির অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার সদর উপজেলার সমবায় অফিসার সদর রমিজ উদ্দিন, সাবেক সম্পাদক ও বর্তমান অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য ফরিদ আহমদ, সমিতি’র অন্যতম সদস্য ও কমিটির সাবেক পরিচালক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি এড. তোফায়েল আহমদ, সমিতির সাবেক সম্পাদক, এস. এম. কামাল উদ্দিন, সমিতির জেনারেল ম্যানেজার দেলোয়ার হোছাইন, নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার টেকনাফ (ভাঃ প্রাঃ) সঞ্জয় দাশ গুপ্ত এবং নির্বাচন কমিটির সদস্য ইকবাল হোছাইন ।