মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের তারাবনিয়ারছরা জামে মসজিদের সুদীর্ঘকালের সাবেক ঈমাম, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এমদাদুল হক (১০৩) এর নামাজে জানাজা রোববার ২৭ ডিসেম্বর জোহরের নামাজের পর কক্সবাজার শহরের দক্ষিণ তারাবনিয়ার ছরা কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জ্যেষ্ঠ সন্তান মাওলানা আবদুল হকের ইমামতিত্বে অনুষ্ঠিত বিশাল জানাজার পূর্বে তারাবনিয়ার ছরা জামে মসজিদের খতিব মাওলানা অলি আহমদ, কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ বক্তৃতা করেন। মরহুমের জামাতা, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কক্সবাজার জোনের অতিরিক্ত প্রকল্প পরিচালক ছুরত আলম এ তথ্য জানিয়েছেন।

জানাজার পর কক্সবাজার শহরের দক্ষিণ তারাবনিয়ার ছরা বড় কবরস্থানে মরহুম মাওলানা এমদাদুল হক এর পিতা মরহুম আবদুল বারী সিকদার, মাতা মরহুমা সবিয়া খাতুন এবং প্রায় ৫ মাস আগে মৃত্যুবরণ করা তাঁর সহধর্মিণী আনোয়ারা বেগমের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এমদাদুল হক রোববার ২৭ ডিসেম্বর ভোররাত ৩ টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ তারাবনিয়ার ছরার পূর্ব পাহাড়তলীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। কক্সবাজারের প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকেরা জানিয়েছেন, মাওলানা এমদাদুল হক তাঁর কর্মজীবনের শুরুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসাবে যোগ দেন। কিন্তু প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনায় ছোটখাটো অনিয়ম তাঁর চোখে পড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরী ইস্তফা দিয়ে সম্পুর্ণ সৎ রুজি রোজগারের দৃঢ় প্রত্যয় নিয়ে কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী মসজিদ তারাবনিয়ার ছরা জামে মসজিদের ইমামতি পদে যোগ দেন। তারাবনিয়ার ছরা জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মতামত অনুযায়ী সেখানে মাওলানা এমদাদুল হক একটানা সুদীর্ঘ প্রায় ৫৭ বছর ইমামতি করেন। যেটা একটি মসজিদে একটানা সর্বোচ্চ সময় ইমামতির একটা রেকর্ড।

মাওলানা এমদাদুল হকের ৪ পুত্র ও ৭ কন্যার মধ্যে এক কন্যা এডভোকেট রাবেয়া সুলতানা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ও বিশিষ্ট নারীনেত্রী। আরেক কন্যা সাজেদা হক স্বাস্থ্য বিভাগের মিডওয়াইফ এবং অপরকন্যা শেফাইজা হক মিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মাওলানা এমদাদুল হকের এক জামাতা মাওলানা নুরুল হক কক্সবাজার জেলা আইনজীবী সমিতি মসজিদের ইমাম পদে কর্মরত আছেন।