আলমগীর মানিক,রাঙামাটি :
পাহাড়ের উন্নয়ন ও স্থায়ী শান্তি আনায়নে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় এনে পার্বত্য তিন জেলাকে ৭টি জেলায় বিভক্ত করে পার্বত্য চট্টগ্রামকে নতুন বিভাগ করার ঘোষণার দাবী জানানো হয়েছে।
রোববার দুপুরে রাঙ্গামাটির লংগদু উপজেলায় “পাহাড়ের সংবাদপত্র ও প্রকাশনা সমাচার” বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ দাবী জানান।
অনুষ্ঠানে পাহাড়ের চারণ সাংবাদিক রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কেএম মকছুদ আহমেদের সাংবাদিকতার ৫০ বছর পূর্তিতে উপজেলা প্রশাসন ও লংগদু প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান করে।
রাঙ্গামাটির লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদিনের সভাপতিত্বে সংবর্ধনা সভা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল বারেক সরকার, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, রাঙ্গামাটি প্রেসক্লাবে সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গামাটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, গুলশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু নাসির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন লংগদু প্রেসক্লাব সভাপতি মোঃ এখলাস মিয়া খান।
পরে অতিথিরা সংবর্ধিত অতিথি চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ, কে, এম মকছুদ আহমেদের হাতে ক্রেষ্ট তুলে দেন। শেষে এ,কেএম মকছুদ আহমেদের জীবনী নিয়ে রচয়িত গ্রন্থ “পাহাড়ের সংবাদপত্র ও প্রকাশনা সমাচার” বইয়ের মোড়ক উন্মোচন করা।