সিবিএন ডেস্ক :

জেলা প্রশাসক কামাল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত জেলার পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যে প্রথম বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র অরুণোদয়। গতকাল বিকেলে জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতির বিদায় উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয় অরুণোদয়ের সবুজ প্রাঙ্গনে। অনুষ্ঠান স্থলে পৌঁছালে বিশেষ শিশুরা তাদের প্রিয় মানুষকে গোলাপ পাপড়ি ছড়িয়ে বরণ করে নেয়। বিদায়ী জেলা প্রশাসকের আবেগঘন বক্তব্যে পুরো অনুষ্ঠানে ভাব গম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। তিনি বলেন মানবিক তাগিদ এবং ভালোবাসা থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যে স্বপ্নের এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছি। আমি যত দুরেই থাকি এই শিশুগুলোর মায়া, অরুণোদয়ের মায়া কখনোই কাটাতে পারবোনা। এটাকে পরিচর্যা করে সুন্দর ভাবে চলমান রাখার দায়িত্ব সমাজের সব শ্রেণী পেশার মানুষের।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক  গুলশান আরা, অরুণোদয়ের পরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিসেট্রট  শাহজাহান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া সুলতানা সুইটি, প্রিন্সিপাল(ভারপ্রাপ্ত)  শাহ জালাল, অভিভাবক প্রতিনিধি  মোরশেদ মোহাম্মদ আলী এবং রোসমিয়া। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অদিতি বড়ুয়া।