প্রেস বিজ্ঞপ্তি:
এনজিওদের সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কক্সবাজার জেলা শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের আবু সেন্টার’স্থ অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন এডাব কক্সবাজার জেলা শাখার সভাপতি ও পালসের নির্বাহী পরিচালক আবু মোরশেদ চৌধুরী।
সদস্য সচিব ও মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকারের সঞ্চালনায় সভায় প্রাতিষ্ঠানিক দক্ষতা, সুশাসন, ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন আবু মোরশেদ চৌধুরী।
এডাবের সার্বিক কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন কার্যক্রমের সফলতার উপর বক্তব্য রাখেন সংস্থাটির আঞ্চলিক সমন্বয়কারী এসএম আনিছুর রহমান।
সদস্য সচিব বিমল চন্দ্র দে সরকার বিগত এক বছরের কার্যক্রমের সফলতা, পরবর্তী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।
সভায় গুরুত্বপূর্ণ পরামর্শসহ বক্তব্য রাখেন- সিসিডিএফের নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, অর্ণব কক্সবাজারের নির্বাহী পরিচালক মো: নুরুল আজিম, নোঙরের সমন্বয়কারী দিপেন দে, শেডের প্রতিনিধি জিয়াউর রহমান, জাগো নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি হিমু মল্লিক প্রমুখ।
সভা শেষে আগামী ২০২০-২০২২ মেয়াদের জন্য এডাব কক্সবাজারের ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে নোঙরের প্রধান নির্বাহী দিদারুল আলম রাশেদ সভাপতি, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার সহসভাপতি ও সিসিডিএফের নির্বাহী পরিচালক সুব্রত দত্তকে সদস্য সচিব করা হয়েছে।
এজিএমে উপস্থিত সবার ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ যথাযথ মার্যাদায় পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এডাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
