মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার এসএসসি ব্যাচ ১৯৮৪ এর সদস্য, নাইক্ষ্যংছড়ি হাজী এম.এ কলেজের ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক প্রিয়তোষ শর্মা চন্দন এর পিতা নিরঞ্জন বিহারী শর্মা প্রকাশ রামসিং মেম্বার (৯১) এর পরলোকগমনে এসএসসি ব্যাচ ১৯৮৪ এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করছে। এসোসিয়েশনের সকল সদস্য পরলোকগত নিরঞ্জন বিহারী শর্মা’র পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন ও প্রয়াত নিরঞ্জন বিহারী শর্মা’র আত্মার সদগতি কামনা করেছেন।

প্রসঙ্গত, নিরঞ্জন বিহারী শর্মা প্রকাশ রামসিং মেম্বার মঙ্গলবার ২২ ডিসেম্বর সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরলোকগত নিরঞ্জন বিহারী শর্মা প্রকাশ রামসিং মেম্বার রামু উপজেলার গর্জনিয়ার বিশিষ্ট জমিদার কবিরাজ বাড়ির সন্তান, কক্সবাজার শহরের কৃষি অফিস রোডস্থ শর্মা কমপ্লেক্স এর স্বত্তাধিকারী এবং গর্জনিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার ছিলেন। তিনি গর্জনিয়ার বিশিষ্ট জমিদার সুরেন্দ্র বিজয় শর্মা প্রকাশ সুরেন্দ্র কবিরাজ এর জ্যেষ্ঠ সন্তান। পরলোকগত নিরঞ্জন বিহারী শর্মা প্রকাশ রামসিং মেম্বার ৪ পুত্র ও ২ কন্যার পিতা। তারমধ্যে একপুত্র শংকর শর্মা গর্জনিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার ছিলেন।

মঙ্গলবার ২২ডিসেম্বর বিকাল ৪ টার দিকে গর্জনিয়াস্থ পারিবারিক শ্মশানে প্রয়াত নিরঞ্জন বিহারী শর্মা’র শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন, এসএসসি ১৯৮৪ ব্যাচের সদস্য প্রিয়তোষ শর্মা চন্দন।