কামাল শিশির, রামু:
রামু উপজেলার চৌমুহনী স্টেশনসহ বিভিন্ন অলিতে গলিতে প্রতিনিয়ত চোখে পড়ে শিশু ও অদক্ষ চালকদের হাতে নানান ধরনের যানবাহন এসব অদক্ষ চালকের কারণে যে কোন সময় দুর্ঘটনার আশংকা রয়েছে।

রামু উপজেলার বিভিন্ন বাজার এলাকায় নির্দিষ্ট গাড়ি পাকিংয়ের ব্যবস্থা না থাকার ফলে যত্রতত্র স্থানে যানযটের সৃষ্টি হচ্ছে ।এ সব প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলে দেখেও না দেখার ভান করে চলছে।

জানাযায়, পরিবারের আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছেড়ে দিয়ে মা, বাবা ভাই, বোনদের ভরণ পোষনের লক্ষে যাবাহন চালানোর কাজে নিয়োজিত অধিকাংশ শিশু।

এসব ঝুঁকিপুর্ণ কাজে অল্প বয়সি ছেলেদেরকে পরিবারের কর্তারা যদি এই ভাবে রাস্তায় যানবাহন দিয়ে নামিয়ে দেয়, তাদের ভবিষ্যতে অন্ধাকারের পাশাপাশি অদক্ষতার কারণে অনেকেই দূর্ঘটনার কবলে পড়ছে।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান লাইসেন্স বিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।