প্রেসবিজ্ঞপ্তি
সমাজের যত অন্ধকার দূর করে-আলোর পথে অবিচল থাকার অঙ্গীকার করে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সিটি কলেজ কমিটির সদস্যরা। পাশাপাশি মাদক, সন্ত্রাস আর দুর্নীতিকে সবসময় না বলে যাবে তারা ।

২১ ডিসেম্বর বিকালে কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে সিটি কলেজ কমিটির বার্ষিক সন্মেলনে এসব কথা উঠে আসে।

বন্ধুসভা সিটি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবরিনা মনজুর শাম্মীর সঞ্চালনায় অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান ও বন্ধুসভার প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানা।বিশেষ অতিথি ছিলেন, বন্ধুসভার উপদেষ্টা ও সিটি কলেজের শিক্ষক তৌহিদুর রহমান ও জাহাঙ্গীর আলম, বন্ধুসভা কক্সবাজার জেলা কমিটির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সহ-সভাপতি রুহুল আমিন প্রমুখ।

শেষে আগামী এক বছর (২০২১) মেয়াদের জন্য ৭০ সদস্য বিশিষ্ঠ কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা কমিটি ঘোষণা দেন বন্ধুসভার প্রধান উপদেষ্টা সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা।এর আগে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বন্ধুসভার পাঁচ জনকে সেরাবন্ধু ঘোষণা করা হয়। তারা হলেন, মারুফ রশীদ নাঈম, জাহিদুল ইসলাম নাইম, মেহের রমিজ, ফরহাদ আলম ও সাবরিনা মনজুর শাম্মি।

 

# নতুন কার্যকরি কমিটি নম্নিরূপ :

সভাপতি : মোহাম্মদ আবদুল্লাহ্, সহ-সভাপতি : আসিফ রায়হান কাফি, শফিকুল ইসলাম ও ইরফান উদ্দিন, সাধারণ সম্পাদক : সাবরিনা মনজুর শাম্মী, যুগ্ম-সাধারণ সম্পাদক : জান্নাতুল নাঈম তাবাচ্ছুম, আকাশ শর্মা ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক : মারুফ রশিদ নাঈম, উপ-সাংগঠনিক সম্পাদক : ফরহাদ আলম ও নুরুল হাসান, নারী বিষয়ক সম্পাদক : ইফতে শরফ নিতু, অর্থ সম্পাদক : রেজাউল করিম তামিম, যোগাযোগ সম্পাদক : মেহেদী হাসান ইফতি, দপ্তর সম্পাদক : জাহিদুল ইসলাম নাঈম, সাহিত্য সম্পাদক : হুমায়ুন কবির রিফাত, প্রচার সম্পাদক : মেহের রমিজ, অনুষ্ঠান সম্পাদক : মো. পারভেজ খাঁন, পাঠচক্র সম্পাদক : শামীমা আক্তার স্বপ্না, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক : রায়হান উদ্দীন, ক্রীড়া সম্পাদক : সাইদুল করিম আফনান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক : মোস্তাকিম ওয়াহিদ ইপ্তি, সমাজকল্যাণ সম্পাদক : আবিদ আনান চৌধুরী ইফতি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : রিফাতুল ইসলাম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক : নাওরিন মুস্তারীন তোফা, পরিবেশ সম্পাদক : জাহেদা সুলতান সাথি, পাঠাগার সম্পাদক : তানজুম আরা নিশু, প্রশিক্ষণ সম্পাদক : জান্নাতুল ফেরদৌস মুন্নি।

সদস্য : সাইদুল লতিফ সাকিব, অলি মং মারমা, রফিকুল ইসলাম রকি , নাছির উদ্দীন সোহেল, জাহানারা বেগম, মোবারক হোসেন, নাজিম উদ্দিন বিশাল, বৃষ্টি শর্মা, আব্দুস সালাম, আয়ুব আলী খান, আবদুল করিম ,শাহীন চৌধুরী, নাওরীন হাসনাত উমামা, রেজাউল করিম, নুরুল আমিন , আবিদ মো: মহেদী, আফরাহ্ নাওয়ার নিঝুম, আশকিয়া তাবাচ্ছুম তিমা, রুমি আকতার, জিয়া উল হক জিয়া, নাদিয়া সুলতানা আঁখি, মাসুমা সাদিয়া, নাফিফা নূর নাওরীন, আশেক উল্লাহ, ইসমাইল, ইমরুল হাসান মো: তামিম, নিশাদুল আলম হৃদয়, মিনহাজুল আলম ওয়ারিদ, খাইরুল আজিম রাবেত, জেসমিন সুলতানা, আব্দুল্লাহ্ মো: আসিফুজ্জামান সাজিন, মায়েদা ফারুকী, অপির্তা দাশ, ইহসানুল ফারদীন মাহী, রেজুয়ান হক ,মামুনুল করিম, মাহীদুল হক হেলালী, সাকিব, ফৌজিয়া ইসলাম ছাফা এবং সাদিয়া মনির।