রহিম আব্দুর রহিম :
জামালপুরের তারারভিটায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপী মুজিববর্ষ লোকজ মেলা ১৯ ডিসেম্বর শেষ হয়েছে। সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট খলিলুর রহমান। ১৪ নং দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হামিদ, কবি সায্যাদ আনসারী, দৈনিক সচেতন কন্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান, দিগপাইত ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক ও স্কুল শিক্ষক মোহাম্মদ আলী।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে তারারভিটা বংশাই শিশু কিশোর থিয়েটার ও পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার আয়োজিত দুই দিন ব্যাপী এই মেলার ১৮ ডিসেম্বর উদ্বোধন করেন কলামিস্ট ও নাট্যকার রহিম আব্দুর রহিম। মেলা সাজানো হয়েছিল বাঙালি জাতির মুক্তির সনদ বঙ্গবন্ধুর ৬ দফার সাথে মিল রেখে ৬টি আর্কষণীয় ইভেন্ট লাঠিখেলা, ঘৌড়দৌঁড়, গীতিনাট্য, বাউলগান, নাগরদোলা ও সাধারণ জ্ঞান। দুই দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় মুক্তাগাছা, মধুপুর, সরিষাবাড়ী, জামালপুর, ইসলামপুর, মাদারগঞ্জ উপজেলার কয়েক হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়ঃবৃদ্ধ সৌখিন জন মানুষের সমাগম ঘটে।