প্রেস বিজ্ঞপ্তি :

মহান বিজয় দিবসের আলোচনা সভা জেলা কৃষকলীগের সভাপতি রশিদ আহম্মেদের সভাপতিত্বে রুমালিয়াছড়াস্থ  কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক  আতিক উদ্দিন চৌধুরী বলেন ,আজ সারা বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক শক্তি উত্থান শেখ হাসিনার আগামীর অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানের জন্য শুভ নয়। যে কোন মূল্যে ঐ সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাড়ানোই হবে এই বিজয় দিবসের অঙ্গিকার। কৃষকলীগের সর্বশক্তি নিয়োগ করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য এম হাশেম, কৃষকলীগ জেলা সহ-সভাপতি রফিক উদ্দিন, আনিসুল হক চৌধুরী, সুজন কল্যাণ বডুয়া, জেলা যুগ্ন সম্পাদক সনজিদ চক্রবর্তী সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মোরশেদুল আলম খোকন, সহ-প্রচার সম্পাদক ফারুক আহমদ, শহর যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন, আবু তাহের হেলালী, সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক  আনিসুর রহমান বাচ্ছু, দপ্তর সম্পাদক হোসেন আল মাসুম, শহর কৃষকলীগের আহবায়ক এরশাদুজ্জামান সুমন, জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বি: সম্পাদক আফলাতুন সিকদার, সহ-দপ্তর সম্পাদক নাছির উদ্দিন সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফরিদুল আলম, জেলা কৃষকলীগের সদস্য দেলোয়ার হোসেন চৌধুরী, সজীব দাশ, শফিউল হক রানা, শফি উল্লাহ শফি, ইমাম হোসেন, শেখ ইয়াকুব আলী ইমন, ওয়াহেদ আল মারুফ, আমানুল্লাহ আমিন, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন মুকুল, শহর কৃষকলীগের যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান বাবুল, ৬নং ওয়ার্ড সভাপতি জাবেদ মোস্তফা, সাধারণ সম্পাদক তাপতোষ বডুয়া, ৮নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রায়হান বাবুল, সাংগঠনিক সম্পাদক মনির আহমদ, পৌর কৃষকলীগ নেতা লকাশ বডুয়া রাসেল, কৃষকলীগ নেতা ফরিদ উদ্দিন, আনসারুল করিম, প্রমু পাল, সভা শেষে জেলা কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন চৌধুরী বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় জেলা কৃষকলীগের পক্ষ থেকে।