রিয়াজ উদ্দিন, পেকুয়া:

পেকুয়ায় আলোর অভিযাত্রী সংগঠনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। মহান বিজয় দিবস ২০২০ উদযাপনকে ঘিরে ওই সামাজিক সংগঠন কোরআন প্রতিযোগিতার আয়োজন করে। ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্টান চলছিল। এ সময় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়েছে। এ উপলক্ষে ওই দিন বিকেলে টইটং ইউনিয়নের ধনিয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে পুরষ্কার বিতরণী সমাবেশ অনুষ্টিত হয়। আলোর অভিযাত্রী সংগঠনের পেকুয়ার সভাপতি ও চট্টগ্রামস্থ শফিক মেডিকোর কর্ণধার সমাজ সেবক নাছির উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক বিশ^বিদ্যালয়ের ছাত্র জোনাইদ বোগদাদীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন পেকুয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আজগর আলী, যুবদল টইটংয়ের সভাপতি আজমগীর ছিদ্দিক,আলোর অভিযাত্রীর সাধারন সম্পাদক মো: মাঈনুল ইসলাম মুকুল, পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ সভাপতি শাহ আলম, ছাত্রলীগ টইটংয়ের সভাপতি কামাল হোছাইন, ধনিয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: শামসুদ্দিন, সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আলী, পূর্ব ধনিয়াকাটা বায়তুন নুর মাদ্রাসা ও হেফজখানার প্রধান শিক্ষক মোজাম্মেল হক আনছারী, বিশ^বিদ্যালয়ের ছাত্র মোশারফ হোছাইন মিজবাহ, উপ আইন বিষয়ক সম্পাদক এমরান হোছাইন, যুগ্ম সাধারন সম্পাদক এইচ,এম শহীদ, অর্থ সম্পাদক মো: রহিমুল্লাহ ছাত্রলীগ পেকুয়ার গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাহাদুর, সংগঠনের নেতা ওসমান গণি প্রমুখ। সুত্র জানায়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোর অভিযাত্রী সংগঠন কোরআন প্রতিযোগিতার আয়োজন করে। ১২ টি শিক্ষা প্রতিষ্টান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী ওই দিন হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ১ম,২য় ও ৩য় প্রতিযোগীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও পুরষ্কার দেয়া হয়েছে। প্রতিষ্টান সমূহকেও সম্মাননা সনদ প্রদান করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্টান সমূহের শিক্ষকদেরকেও সনদ প্রদান করা হয়। খুদে প্রতিযোগী হাফেজ মো: আবদু রহমান ১ম স্থান অধিকার করেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন হাফেজ মো: কামাল বদি ও হাফেজ মো: লুৎফুল কবির ইলাহী। ১ম স্থান অধিকারকারী হাফেজ আবদু রহমান এর আগে কোরআন প্রতিযোগিতায় কক্সবাজার জেলার মধ্যে শ্রেষ্ট হন। হিফজুল কোরআন প্রতিযোগিতা ওই দিন সকালে ও বিকেলে দুই ধাপে অনুষ্টান হয়েছে। সকালে হিফজুল কোরআন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বারবাকিয়ার চেয়ারম্যান এ,এইচ,এম বদিউল আলম। এ সময় ১ম প্রহরে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন টইটং ইউপির সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোহাম্মদ শহিদ উল্লাহ।