মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া ঐতিহ্যবাহী জয়নাল আবেদীন মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট তিতার পাড়াস্থ অস্থায়ী স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে।১৬ ডিসেম্বর (বুধবার) বিকেল ৩টায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান জয়নাল আবেদীন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শাকিল সিকদারের পরিচালনায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে কাংখিত এ খেলা বেলুন উড়িয়ে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহাম্মদ। উক্ত খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা যুবলীগের সভাপতি নিতিশ বড়ূয়া, রামু উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক,দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবউল্লাহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন,ক্রীড়াবীদ নজির হোসাইন মেম্বার,এম ইউপি নুরুল আলম সিকদার,মোঃ ইউনুস মেম্বার,সমাজ সেবক রশিদ আহাম্মদ ,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম সেলিম, সম্ভাব্য আরএক চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উল্লাহ, গর্জনিয়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম, যুবলীগের সভাপতি হাফেজ আহাম্মদ,সাবেক মেম্বার জাগের আহাম্মদ, মাষ্টার নুরুল হাকিম। উদ্বোধনী খেলায় গর্জনিয়া ইউনিয়ন খেলোয়াড় একাদশের সাথে মোকাবিলা করেন কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা খেলোয়াড় একাদশ। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনা পূর্বক এ ম্যাচে দুইদল শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কচ্ছপিয়া খেলোয়াড় একাদশকে পরাজিত করে গর্জনিয়া খেলোয়াড় একাদশ। ঐতিহ্যবাহী জয়নাল আবেদীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০-২১ এর এবারের আয়োজনে চট্টগ্রাম,পার্বত্য বান্দরবান, কক্সবাজারসহ তিনটি জেলার, মোট ৩২টি দল অংশগ্রহণ করেন। খেলার দেশি-দেশের বিভিন্ন স্থানের নাম কারা খেলোয়াড়গণ অংশ গ্রহণ করেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার লোহাগাড়া কক্সবাজারের রামুর মুখোমুখি হবে। আন্তর্জাতিক খেলার আদলে শুরু হওয়া প্রথম দিনের এ খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কক্সবাজার রেফারি এসোসিয়েশনে নেতা আবুল কাশেম কুতুবী, সহকারী রেফারি ছিলেন আহাম্মদ কবির ও সুমন দে,চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন লালা কিং। খেলা শেষে দোছড়ি ইউপি চেয়ারম্যানের হাত থেকে সেরা খেলোয়াড়ের পুরষ্কার গ্রহণ করেন গর্জনিয়ার গোলরক্ষক মোঃ রুবেল।
কচ্ছপিয়ার মৌলভীর কাটা খেলোয়াড় একাদশের হয়ে খেলেন সাদ্দাম হোসেন কিপার, একরাম, ওবায়দুল্লাহ,রিমন, সাভার,,রিপন সিকদার অধিনায়ক, বুবু,আকিব,সাগর, আরিপ,সায়েম,অতিরিক্ত খেলোয়াড়, রুবেল মুরর্শেদ,ইমরান,মুছা,।
বৃহত্তর গর্জনিয়া খেলোয়াড় একাদশের হয়ে খেলেন রুবেল কিপার, আবুল মুনছুর মেহেদী, আতিকুর রহমান মুন্না, সাঈদী, রাসেল, ওবায়দু, জিয়া, দিদার, রাশেদ, মহিউদ্দিন, শহীদুল্লাহ, সাঈদী, আব্দুল্লাহ।