মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহান বিজয় দিবসে উখিয়া উপজেলা প্রশাসন বীর শহীদদের প্রতি বিভিন্ন অনুষ্ঠান পালানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে।

উখিয়া উপজেলা প্রশাসনের পালিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে উখিয়া পুষ্প অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা, শহীদ মুক্তিযুদ্ধা, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা, বীর মুক্তিযুদ্ধাদের জন্য মসজিদ সহ সকল উপাসনালয়ে প্রার্থনা ও বিশেষ মোনাজাত, সকাল ১০ টায় উখিয়া উপজেলা পরিষদের হল রুমে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের সাথে এবং ভার্চুয়াল মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা।

অনুষ্ঠান সমুহে উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।