ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার জেলা কারাগারে বন্দি আসামিদের জন্য স্বাভাবিক দিনের তুলনায় মহান বিজয় দিবসে প্রায় ১০ গুণ খাবার বরাদ্দ করা হয়েছে।
১৬ ডিসেম্বর দুপুরে খাবার মেন্যুতে রয়েছে ভাতের সঙ্গে আলুর দম, ৩৫০ গ্রাম মুরগির মাংস ও ডাল।
রাতে দেয়া হবে পোলাউ, ৩৫০ গ্রাম গরু/খাসির মাংস, সালাদ।
বিশেষ দিনটিকে কারাবন্দিরা পাবে পান-সুপারিও।
এসব তথ্য জানিয়েছেন ডেপুটি জেলার মুনির হোসাইন।
তিনি জানান, বিজয় দিবসে বন্দিদের জন্য স্পেশাল খাবারের আয়োজন করা হয়েছে। স্বাভাবিক দিনে যে খাবার দেয়া হতো বিজয় দিবসে হবে তার থেকে প্রায় দশগুণ। অন্যান্য সময় মাংস দেয়া হতো ৩৬-৩৭ গ্রাম। আজকে তা বাড়িয়ে করা হয়েছে সাড়ে ৩০০ গ্রাম।
জেলা কারাগারের হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর মোট বন্দি আসামির সংখ্যা ৩৫২৭ জন। সবাইকে বিজয় দিবসের স্পেশাল খাবার দেয়া হবে।