মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা জজশীপের নিয়ন্ত্রনাধীন আদালত গুলো এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সমুহে আগামী ১৬ ডিসেম্বর বুধবার থেকে আগামী ২ জানুয়ারি শনিবার পর্যন্ত বার্ষিক অবকাশ চলবে। তবে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর নিয়ন্ত্রনাধীন আদালত সমুহ ঐ সময়ে খোলা থাকবে ও নিয়মিত বিচারকার্য চলবে।

বিষয়টি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (AO) নুরুল আলম সিবিএন-কে নিশ্চিত করেছেন। তিনি জানান, এবছর করোনাজনিত পরিস্থিতির কারণে লকডাউন থাকায় আদালত গুলোতে মামলার জট অনেক বেড়ে গেছে। তাই জেলা জজ আদালতের বার্ষিক অবকাশ দিবস একমাস থেকে কমিয়ে ১৮ দিন করা হয়েছে।

তিনি বলেন, অবকাশকালীন জরুরী বিষয় সমুহ নিয়ে বিচারকার্য পরিচালনার জন্য কক্সবাজারের জেলা দায়রা জজ মোহাম্মদ ইসমাইল’কে অবকাশকালীন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের বিচার বিভাগ থেকে এক আদেশে এ নিয়োগ প্রদান করা হয়। তিনি আরো জানান, অবকাশ চলাকালে আগামী ২১, ২২ ও ২৮ ডিসেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে জরুরী মামলা সমুহ অবকাশকালীন নিয়োগ দেওয়া বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল শুনানি করবেন।