সংবাদ বিজ্ঞপ্তি:
দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়ে ছিলেন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের একমাত্র শহীদ মিনার। যে শহীদ মিনারটি স্বাধীনতার দীর্ঘ কয়েক যুগ পর, মানববন্ধন ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীর লেখনির মধ্য দিয়ে- তৎকালিন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রয়াত তৈয়ব উল্লাহ চৌধুরী পরিষদের উদ্যোগে নির্মাণ করেছিলেন।

কিন্তু বিজয়ের মাসে সেই শহীদ মিনারটিকে নতুন আঙ্গীকে রূপ দেওয়ার বাসনা জাগে গর্জনিয়ার পূর্ববোমাংখিল গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা ইব্রাহীম খলিলের। ইব্রাহিম কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক। যে কথা সেই কাজ।

১২ ডিসেম্বর নিজেই রং এবং ব্রাশ হাতে নিয়ে ছাত্রলীগ নেতা ইব্রাহীম খলিল নেমে পড়েন শহীদ মিনার রাঙানোর কাজে। তাঁর পুরোদিনের প্রচেষ্টায় একেবারে প্রানবন্ত হয়ে উঠেছে শহীদ মিনার। ইব্রাহীমের এই মানবিক কাজ নজর কেড়েছে সর্বমহলের।

এ প্রসঙ্গে ছাত্রলীগনেতা ইব্রাহীম খলিল বলেন- কক্সবাজার জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশনায় তিনি এই মানবিক কাজটি বাস্তবায়ন করেছেন। ভবিষ্যতে এ ধরণের কাজ অব্যাহত থাকবে।