মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মহেশখালী উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসাবে মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী (১৮১৬২) কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৮ ডিসেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত রাজস্ব শাখার ৭০৩ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী সহ একই পদমর্যাদার ৪ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় এসি ল্যান্ড হিসাবে নিয়োগ দেওয়া হয়।
মহেশখালীতে নতুন নিয়োগ পাওয়া এসি ল্যান্ড মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বর্তমানে রাঙ্গামাটি জেলার কাপ্তাই এর এসি ল্যান্ড হিসাবে কর্মরত রয়েছেন। মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী’র নিজের বাড়ি ও শ্বশুরবাড়ি চট্টগ্রাম জেলায়।
প্রায় এক বছর আগে নিয়োগ পাওয়া মহেশখালীর বর্তমান সহকারী কমিশনার (ভূমি) সুইচিং মং মার্মা’কে অন্যত্র বদলী করা হয়েছে। প্রসঙ্গত, মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী গভীর সমুদ্র বন্দর, ধলঘাটা অর্থনৈতিক জোন সহ মহেশখালীতে সরকারের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রেক্ষাপটে মহেশখালী উপজেলা ভূমি অফিসের গুরুত্ব খুব বেশি।