আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের ১০৩ দেশের নাগরিকদের দশ দিনের জন্য ফ্রি-এন্ট্রি ভিসা দেবে ওমান। তবে ভ্রমণকারীর অবশ্যই হোটেল বুক, স্বাস্থ্যবীমা এবং রিটার্ন টিকিট থাকতে হবে।

রয়েল ওমান পুলিশের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, পর্যটনে আগ্রহী করতে এমন পদক্ষেপ নিয়েছে ওমান। দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছে। সেই কারণে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এক টুইট বার্তায় এমনটি জানিয়েছে রয়েল ওমান পুলিশ। খবর খালিজ টাইমসের

গত সপ্তাহে ওমান জানিয়েছিল, করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা ভ্রমণ ভিসা আবার চালু করা হবে। তার এক সপ্তাহ পরই পর্যটকদের জন্য এমন ঘোষণা দিল দেশটি।

১লা অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে ওমান। তবে এসব ফ্লাইট শুধুমাত্র তাদের নাগরিক ও বৈধ বাসিন্দাদের ক্ষেত্রে চালু রয়েছে।