সিবিএন ডেস্ক:
আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। অফিসের কাজে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওই নারী সাংবাদিক ও তার গাড়ির চালক।

মালালা মাইওয়ান্দ নামের ওই সাংবাদিক বৃহস্পতিবার গাড়ি নিয়ে অফিসের কাজে জালালাবাদ যাচ্ছিলেন। সেসময় বন্দুকধারীরা গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই সাংবাদিক এবং গাড়ি চালক মোহাম্মদ তাহের নিহত হন।

এনিকাস নামে রেডিও ও টিভির সাংবাদিক ছিলেন মাইওয়ান্দ।

জালালাবাদ প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ন্যাটো এবং ইইউ আফগানিস্তানে সম্প্রতি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার পরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

মাইওয়ান্দ সাংবাদিকতার পাশাপাশি সমাজকর্মী হিসেবেও কাজ করতেন। এরআগে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেছিলেন তিনি।